মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ওয়ান শুটার গানসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার(৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে কলারোয়া উপজেলার আলাইপুর এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আসামির নাম মোঃ হাবিবুর রহমান(৩৮)। সে সাতক্ষীরার কলারোয়া থানার ঝিকরা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন