খুলনার ফুলতলায় চাঞ্চল্যকর মোল্যা হেমায়েত হোসেন লিপু হত্যা মামলার এজাহারভূক্ত আসামী আনিচ মোল্যা (৪৫)কে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বেলা দেড়টায় খুলনা মহানগরীর হাদিস পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ফুলতলার পয়গ্রামের মৃত আহম্মদ মোল্যার পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ আমানুল্লাহ বলেন, গত ২০২০ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ফুলতলা গরুহাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে লিপু নিহত হন। তার ভাই মোল্যা হেদায়েত হোসেন লিটু বাদি হয়ে ৮জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন। ৯ মাস তদন্তের পর পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বাদি ওই অভিযোগ পত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দেন। বিজ্ঞ আদালত আবেদন গ্রহণ পূর্বক মামলাটি পুনঃ তদন্তের জন্য ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পিবিআইকে দায়িত্ব প্রদান করে।
খুলনা গেজেট/ টি আই