রমজান মাস উপলক্ষে দ্রব্য মূল্যর দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। এসময় তাকে সহযোগিতা করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা।
৩ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত চলাকালে নুর ইসলামের দোকানে মাংস বেশি দামে বিক্রয় করার অভিযোগে ২ হাজার টাকা ও মোকলেছুর রহমানকে তাদের দোকানের মাংস অতিরিক্ত দামে বিক্রয় এর অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ফারুক হোসেন কাপড়ের দোকানে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রয়ের অভিযোগে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী প্রত্যেক দোকানীকে বাজার মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।
খুলনা গেজেট/কেএ