শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে বালি ভর্তি মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিম নামের এক হেলপার নিহত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্পের পাশে এঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার মাহিম (১৭) সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরশীতলপুর গ্রামের আহছানুর রহমান গাজীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্পের পাশ থেকে বালি ভর্তি করে নিয়ে যাওয়ার সময় ট্রাকের উপর থেকে হেলপার মাহিম হঠাৎ নিচে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সামেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন