মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় রাস্তা পার হওয়ার সময় মাছের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাক প্রতিবন্ধী নারীর নাম গয়া ঘোষ (৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার মৃত লালু ঘোষের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী গয়া ঘোষ বিকাল ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর বাজার এলাকায় পৌছালে মহেশ্বরকাটি মাছের সেট থেকে ছেড়ে আসা মাছ বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় গয়া ঘোষ। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন