সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা কলারোয়া উপজেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন। বুধবার(৩০ মার্চ) দুপুরে এ অভিয়ান পরিচালিত হয়।
এ সময় উপজেলার গয়ড়া রাসেল ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসীর মালিক কবিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই বাজারের ফারুক হোসেনের আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে নকল ব্রান্ডের ভেজাল ও বিষাক্ত রং মিশ্রণ করার অপরাধে ফ্যাক্টরী সিলগালা করে দেওয়া হয়েছে।
অপরদিকে সীমান্তবর্তী চান্দুড়িয়া বাজারের ভাই ভাই রেষ্টুরেন্টে মেয়াদহীন নিন্মমানের রং মিশ্রিত আইসক্রিম পাওয়া গেলে তা তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান। সেসময়ে সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য সহকারী পরিচালক নাজমুল হাসান, কলারোয়া উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সফিকুর রহমান, কলারোয়া থানার পুলিশ অফিসার এএসআই মিজানুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই