মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাঠি খেলা অনুষ্ঠিত হয়।
আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সানার সার্বিক পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরেন্দ্র দেবনাথ, আনুলিয়াা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম সানা, শফিকুল ইসলাম, গৌর পদ হালদার, শাহাবুদ্দিন গাজী, দবির উদ্দিন শিকারি প্রমূখ।
লাঠি খেলায় উপজেলার দুটি দল অংশগ্রহণ করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়ে দড়ি টানা, কলা গাছের গায়ে তেল মাখিঢয় কলা গাছে ওঠা এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এএ