Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ইজি বাইক-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়াটার দিকে উপজেলা সদরে সুন্দরবন সিনেমা হলের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান (৭৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মঠবাড়িয়া গ্রামের মৃত মকবুল শিকারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনিছুর রহমান একটি ভাড়ায় চালিত মটরসাইকেলে কালিগঞ্জ থেকে শ্যামনগরে আসছিলেন। প্রতিমধ্যে শ্যামনগর উপজেলা সদরের সুন্দরবন সিনেমা হলের সামনের সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরত্বর আহত হয় আনিছুর রহমান। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ইজি বাইক ও মটর সাইকেলটি থানায় আটক রাখা হয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন