মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ১৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ২৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্নের বারসহ এক স্বর্ণ চোরচালানীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগান থেকে স্বর্ণসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চোরাচালানীর নাম মোঃ শাহারুল ইসলাম (২৫)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী গ্রামের মোঃ আতিয়ার সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা কলারোয়া সীমান্তে অভিযান চালায়। এসময় সকাল সাড়ে ১০ টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ১০ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে অভিযান চালিয়ে চোরাচালানীর শাহারুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ২টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, সীমান্ত থেকে ২টি স্বর্ণেও বারসহ ১ জন বাংলাদেশী নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ১৪ লাখ ৯৪ হাজার টাকা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন