মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে আগুনে মুদি দোকানের ১০ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার কাঁছারীব্রীজ বাজারে শাহিনুর আলমের মুদি দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক শাহিনুর আলম জানান, ভোরের দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে কালিগঞ্জ অগ্নিনির্বাপক অফিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে তার ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।

কালিগঞ্জ ফায়ার স্টেশন অফিস ইনচার্জ (এসও) বিল্লাল হোসেন মৃধা বলেন, ঘটনাস্থলে পৌছানোর আগেই দোকানের যাবতীয় মুদি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন