মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী দু’নারীকে ফেরত দিল বিএসএফ

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে দুই নারীকে ফেরত দিলো বিএসএফ। কলারোয়া সীমান্তের মেইন পিলার-১৩/৩ এস এর ৭ আরবি সন্নিকটে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কাকডাঙ্গা বিজিবির সদস্যরা জানান, সাতক্ষীরার গাংনিয়া মোহাম্মাদপুর এলাকার মৃত বাবর আলীর মেয়ে সোনিয়া খাতুন (২১) ও ঢাকার কদমতলী থানার নুরপুর বায়তুল জামের মসজিদ এলাকার আব্দুর রহমানের মেয়ে বন্যা বেগম (৩৩) অবৈধভাবে বাংলাদেশে থেকে ভারতে প্রবেশের সময় আটক হয়।

বিএসএফ শুক্রবার (১১মার্চ) সন্ধ্যায় তাদের দু’জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করে। এবিষয়ে কলারোয়া থানার এসআই আবু তাহের বলেন, ওই নারীদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা নং-১৯ (৩)২২ হওয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন