Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রগতি সংস্থা আশ্বাস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অগ্রগতি সংস্থার ট্রনিং সেন্টারে ১ সেপ্টেম্বর এই কর্মশালার উদ্বোধন করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) এর সহকারী পরিচালক মোস্তফা জামান।

তিনদিন ব্যাপী মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় ১৭ জন অংশগ্রহণকারীর মধ্যে ১০ জন পুরুষ ও ৭ নারী ছিলেন। তারা নিজেদের দক্ষতার উন্নয়ন ঘঘটানোর পাশাপাশি আশ্বাস প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীর দায়িত্ব ও কার্যক্রম, স্বেচ্ছাসেবা, মানবপাচার সারভাইজার চিহ্নিতকরণ, নিরাপদ অভিবাসন, নেট ওয়ার্কিং ও এডভোকেসী, সিটিসি, রেফারেল জন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালন, সারভাইজার পুনঃ একত্রিকরণ এবং মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সম্পৃক্তকরণ বিষয়গুলো জানতে পেরেছেন।

তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী অসিত ব্যানার্জী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুম মনিরা, মৌসুমী ফেরদাউস, রেশমা খাতুন, কৃষ্না সাহা, ধনঞ্জয় পরমান্য ও নেতাই সেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন