‘আমাদের কচুয়া, সুরক্ষিত রাখব আমরাই’ নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠনের পক্ষ থেকে বাগেরহাটের কচুয়ায় ২০ হাজার তাল গাছের বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার সাইনবোর্ড-কচুয়া সড়কের দুই পাশে তিন কিলোমিটার জুড়ে এক হাজার ৭‘শ তাল বীজ রোপণ করেছে সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, সদস্য চন্দন হাজরা, রাসেল গাজী, তৌহিদুল ইসলাম, অনু সরদার, কিশোর দাসসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সদস্য সচিব যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের প্রেরণায় কচুয়া উপজেলায় ২০ হাজার তাল গাছের বীজ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ প্রথম দিনে আমরা ১৭‘শ বীজ রোপণ করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে মোট ২০ হাজার তাল বীজ রপোন করা হবে।
খুলনা গেজেট/এনএম