মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

র‌্যা‌বের হা‌তে ভুয়া র‌্যাব আটক

নিজস্ব প্রতি‌বেদক

সাতক্ষীরা থেকে ভুয়া র‌্যাব পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ভুয়া র‌্যাব সদস্যের নাম শরিফ আফ্রিদী(২৪)। তিনি সাতক্ষীরার কলারোয়া থানাধীন মাহাবুবর রহমানের ছেলে।

গত সোমবার (৭ মার্চ) বিকালে সাতক্ষীরার সদর থানাধীন চুপড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাতক্ষীরা জেলার সদর থানাধীন চুপড়িয়া এলাকায় একজন ব্যক্তি নিজেকে র‌্যাব পরিচয়ে এবং নিজ নামীয় র‌্যাব আইডি কার্ড দেখিয়ে মানুষকে অহেতুক হয়রানি, ভয়ভীতি ও বিভিন্ন অপকর্ম করছে।

সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি সাতক্ষীরা জেলার সদর থানাধীন চুপড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া র‌্যাব পরিচয় দেওয়া শরিফ আফ্রিদীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ভুয়া র‌্যাব আইডি কার্ড, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন