যশোরের বেনাপোলের গাতীপাড়ার একটি মাঠ থেকে পরিত্যক্ত ৪‘শ ৪৪ বোতল ফেনসিডিল ও আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে দেড় কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম(৪৫) নামের এক নারি মাদক ব্যবসায়িকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজার চালান আটক করা হয়। আটক ওই নারি বেনাপোলের ভবেরবেড় গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া ফেনসিডিল ও গাঁজাসহ নারি মাদক ব্যবসায়ি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সদস্য নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৪‘শ ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সদস্যরা একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে দেহের সাথে বাধাঁ অবস্থায় দেড় কেজি গাঁজাসহ মনোয়ারাকে আটক করে।
মনোয়ারার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
খুলনা গেজেট / এআর