মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় গরুর খামারের চাল থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় নির্মাণাধীন গরুর খামারের চাল থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু। বুধবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে দেবহাটা উপজেলার বহেরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম মোঃ আবু জাকের (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের দাইপাড়ার মোঃ আব্দুল আজিজের ছেলে।

মৃতের ভাই মাগুরা দাইপাড়া গ্রামের আবু তালেব জানান, তার ভাই আবু জাকের বিনেরপোতা বিসিক শিল্পনগরীর শেখ বসির আহম্মেদ মামুনের মালিকানাধীন চিংড়ি বাংলা হ্যাচারীর একজন শ্রমিক।

বুধবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে জাকের ওই প্রতিষ্ঠানের মালিকের দেবহাটার বহেরা বাজারে গরুর খামারের চাল তৈরি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি মারাত্মক জখম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে জাকেরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দেবহাটা থানার উপ-পরিদর্শক আইনুদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন