Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোল বন্দর অভ্যন্তরে হাত বোমার বিস্ফোরণ

শার্শা প্রতিনিধি

বেনাপোল বন্দরের ২৩ নাম্বার শেডের মধ্যে একটি শক্তিশালী হাত বোমা বিস্ফোরণ হয়েছে। বুধবার দুপুর ২ টার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতংকে ছোটাছুটি করতে থাকে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নং সেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে মোড়ানো একটি হাত বোমার বিস্ফোরণ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন