বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

ধর্ষকদের শাস্তির দাবীতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শা‌স্তি মৃত্যুদন্ডের দাবী‌তে মানববন্ধন করেছে বশেমুর‌বিপ্রবি‌র গোপালগ‌ঞ্জের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফায়েকুজ্জামান, তাপস বালা, কর্মকর্তা সাইফুল্লাহ রাজু, ত‌রিকুল ইসলাম এবং শিক্ষার্থী কা‌রিমুল হক ও শেখ তারেক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ধর্ষক কারও আপন হতে পারে না। তার একটি মাত্র পরিচয় সে ধর্ষক। যারা ধর্ষণের মত ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের মৃতুদন্ড দাবী করেন বক্তারা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন