সাতক্ষীরায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাড়ির বাথরুমে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ওই প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি তার মাকে না জানিয়েই প্রকৃতির ডাকে সাড়া দিতে একটি খোলামেলা জায়গায় ভাঙাচোরা টয়লেটে যায়। সেখানে দুর্ঘটনা বশতঃ পা পিছলে পড়ে যায় মাসুরা খাতুন। কিছুক্ষনের মধ্যেই তার মা শাহিদা খাতুন ও বাবা রইস উদ্দিন দ্রুত তাকে উদ্ধার করতে যান। স্থানীয় এক মেম্বারের সহায়তায় উদ্ধার করেই জানতে পারেন মাসুরা মারা গেছে। এসময় স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও তার লোকজন প্রতিবন্ধী মেয়েটিকে মানব বর্জ্যরে মধ্য থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল থেকে পুলিশের এসআই মোঃ শাহজালাল জানান, মেয়েটি ছিল বুদ্ধি প্রতিবন্ধী। তাকে নিয়ন্ত্রনে রাখা বাবা মায়ের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। তিনি জানান, আজ দুপুর আড়াইটার দিকে মেয়েটি ভাঙাচোরা ও নোংরা টয়লেটে পড়ে গিয়ে মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।