মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়া সীমান্তে ২৩ কেজি ভারতীয় রূপার গহনা উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২৩ কেজি ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কলারোয়া সীমান্তবর্তী কেড়াগাছির মজুমদার খাল সংলগ্ন এলাকা থেকে এসব রূপার গহনা জব্দ করা হয়। তবে বিজিবি এসময় কোন চোরাচালানীকে গ্রেপ্তার করতে পারেনি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সকালে কলারোয়া সীমান্তের কেড়াগাছির মজুমদার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৩ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত রূপার গহনার মূল্য ২৯ লাখ ৯০ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, বিষয়টি নিশ্চিত কওে বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরচালানীরা মালাামল ফেলে পালিয়ে যাওয়ায় অভিযানকালে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করার পর জব্দকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন