উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। গত বছর এই হার ছিল শতভাগ। এ বছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তিও। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। গত বছর এই সংখ্যা ছিল ১২ হাজার ৮৯২ জন। জিপিএ-৫ বেড়েছে ৭ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত ফলে এ চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ফল নিশ্চিত করেন।
যশোর বোর্ডের প্রকাশিত ফল থেকে জানা যায়, এ বছর যশোর বোর্ড থেকে এক লাখ ২৮ হাজার ১৬৩ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৪৮ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৬৩৫ এবং ছাত্রী ৬৪ হাজার ১০৬ জন।
গত বছর এই বোর্ড থেকে এক লাখ ২১ হাজার ৫২৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছিল।
এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৯৭০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ২১ জন। পাসের হার ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৮৮ জন।
মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৯১ হাজার ৯৮৫ জন। উত্তীর্ণ হয়েছে ৯১ হাজার ২৩০ জন। পাসের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৭৬ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭ হাজার ২০৮ ছাত্র-ছাত্রীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১৪ জন শিক্ষার্থী।
খুলনা গেজেট/ এস আই