সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এসময় র্যাপিড এন্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১১০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ শতাংশ। গত দিন শনাক্তের হার ছিল ২৭ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত বা উপসর্গে কেউ মারা যায়নি।
সামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে মোট ৪২ জন রোগী। এর মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ও বাকি ২৯ জন সন্দেহজনক (সাসপেক্টেড)। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৩ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৬১ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন কীটে ৪৯ টি নমুনা পরীক্ষা করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ শতাংশ। জেলায় গড় সংক্রমণের হার ২১ দশমিক ০৮ শতাংশ।
তিনি আরও বলেন, জেলায় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৮১৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ১৮৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৪২ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৫৪০ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১০ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৫৩০ জন। জেলায় প্রথম থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন এবং উপসর্গে মারা গেছেন আরও ৮২৪ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় ১ লক্ষ ৬৬ হাজার ৪৭৬ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ১ হাজার ৬১৫ জন। এদিকে সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯ লক্ষ ১৮ হাজার ৫৯৭ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮ লক্ষ ২৩ হাজার ১১২ জন। ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ২৩ হাজার ৪৯ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২৭ হাজার ৯৩২ জন। সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ২৫ হাজার ৮২২ জন। সিনোভ্যাক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪৪ হাজার ২৩৬ জন। এছাড়া এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ৯৬৯ জন এবং ফাইজার ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৯১ জন।
তিনি আরও জানান, সাতক্ষীরা জেলায় এপর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৪ লক্ষ ৩৩ হাজার ৯৪৪ জনকে। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ৯ লক্ষ ৯৬ হাজার ৮৯৫ জনকে এবং তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩২ হাজার ৬০ জনে