সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব শত্রুতার জেরধরে এক কৃষককের বাঁশঝাড়, কলাগাছ ও ঘর ভেঙ্গে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ওই কৃষক বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে পৌর সদরের মুরারীকাটি গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষক মৃত রজব আলী সরদারের ছেলে শওকত আলী সরদার জানান, একই গ্রামের প্রতিপক্ষ আনারুল সরদার, ইউনুচ আলী, মাহমুদা খাতুন এর সাথে ভিটা বাড়ী নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। তারা ওই ভিটা বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য পাঁয়তারা করে আসছে। এনিয়ে ৩/৪ বার তারা হামলা করে কৃষক শওকত আলীকে এলোপাতাড়ী পিটিয়ে হাসপাতালেও পাঠিয়েছে। গত ৫ফেব্রুয়ারী বেলা ২টার দিকে তার জমিতে মায়ের জন্য একটি বসত ঘর নির্মাণকালে তারা বাধা প্রদান করে। সেই ঘর ভেঙ্গ দেয়। এর পরে রোববার দুপুরে প্রতিপক্ষ আনারুল সরদার, ইউনুচ আলী, মাহমুদা খাতুন দলবদ্ধ হয়ে অবৈধভাবে তার জমিতে প্রবেশ করে বাঁশঝাড় ও কলাগাছ কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।
অভিযুক্তদের মধ্যে আনিছুর বলেন, তার পিতা ইউনুচ আলী কৃষক শওকাত আলীর সরদারের কাছে অনেক টাকা পাবে। সে টাকা দিচ্ছে না। এমনকি তাদের জমি ফাঁকি দিয়ে নিয়েছে। ইউনুচ আলীর কথা মতো ছেলে আনিছুর ওই গাছ-গাছালি কেটেছে।তাদের পাওনা টাকা ও জমি ফেরত দিলে সব সমস্য মিটে যাবে বলে তারা দাবি করেন তিনি।
এঘটনা তিনি উল্লেখ্য করে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক শওকত আলী সরদার ন্যায় বিচার পাওয়ার জন্য কলারোয়া থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
খুলনা গেজেট/ টি আই