Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় করোনা উপসর্গে একজনের মৃত্যু : শনাক্ত ২০

সাতক্ষীরা প্রতিনিধি

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ২০ জনের করোনা সনাক্ত হয়েছে।

মৃত ব্যক্তির নাম মোঃ ওজিয়ার রহামনা সরদার (৬০)। তিনি যশোর সদরের মাটিকুমড়া গ্রামের ওহাব আলী সরদারের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ৩০ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন যশোরের ওজিয়ার রহমান সরদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে ৩১আগষ্ট পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯জন।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩১ আগষ্ট পর্যন্ত মোট ১ হাজার ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৮৮৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ১০৩১ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৮৩৪ জন সুস্থ হয়েছেন।

তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন