Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে ১০ কেজি গাঁজা ও ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার 

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও দৌলতপুর ও ধান্যখোলা সীমান্ত থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

সোমবার সকালে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ১০ কেজি গাঁজা, দৌলতপুর বিজিবি পোস্টের সদস্যরা ১৮০ বোতল ফেনসিডিল এবং ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৭০ বোতল ফেনসিডিলসহ মোট ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা এবং দৌলতপুর ও ধান্যখোলা সীমান্তে মাঠের মধ্য থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিলের চালান যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানান উভয় ক্যাম্পের কমান্ডাররা।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন