সরস্বতী প্রতিমা ভাংচুর, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, মামলা, জমি দখল ও বৈসম্য মূলক নীতিমালার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ সাধুর সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব রঞ্জিত ঘোষের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা উদীচী সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, যব ঐক্য পরিষদ নেতা গৌতম কর্মকার, আশীষ মন্ডল, সঞ্জয় সরকার, আশীষ ঘোষ, রিন্টু ঘোষ প্রমুখ।
এসময় বক্তারা সরস্বতী প্রতিমা ভাংচুর, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, মামলা, জমি দখল ও বৈসম্য মূলক নীতিমালার প্রতিবাদে জানিয়ে এসব ঘটনায় জড়িতদের খুজে বের করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
খুলনা গেজেট/এএ