মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাটকেলঘাটার ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মারামারি মামলার অজ্ঞাতনামা আসামি হিসাবে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাড়ি থেকে পাটকেলঘাটা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মারামারিকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর আলমের প্রতিদ্বন্দ্বি প্রার্থী দিদারুল ইসলামের দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্র্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে দিদারুল ইসলাম বলেন, গত শনিবার (২৯ জানুয়ারি) ফুলবাড়ি বাজারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার এক পর্যায়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে হামলা করেন কয়েকজন। তার জেরে আমি পাটকেলঘাটা থানায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা দায়ের করি। ওই মামলায় পুলিশ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন