Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর নড়াইল মাগুরায় একদিনে ৬৪ নমুনা পজিটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষায় তিন জেলার আরো ৬৪টি নমুনা পজিটিভ হয়েছে। শনিবার রাতে পরীক্ষা শেষে রোববার এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪টি পজিটিভ এবং ১৩১টি নেগেটিভ হিসেবে শনাক্ত হয়। এদিন যশোর জেলার মোট ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া মাগুরার ৪৬টির মধ্যে ১২ এবং নড়াইলের ৩৬টির মধ্যে ১৫টি নমুনা পজিটিভ হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য এদিন সকালেই সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন