Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভারত পাচারের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে স্ত্রীকে ভারতে পাচারের পর পতিতালয়ে বিক্রির অভিযোগে স্বামী উজ্জল শিকদারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। স্ত্রী নিজেই যশোরের মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১২ সালের ২০ মার্চ অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের মালেক শিকদারের ছেলে উজ্জল শিকদারের সঙ্গে তার বিয়ে হয়। সংসারের উপার্জন বাড়াতে উজ্জল তাকে ফুঁসলিয়ে ২০১৮ সালের ২১ মার্চ বিনা পাসপোর্টে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। প্রায় দুই বছর তারা রাজস্থানে থাকার পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি উজ্জল তাকে ব্যাঙ্গালুরে নিয়ে এসে একটি পতিতালয়ে বিক্রি করে পালিয়ে যায়। সেখানে ২৩ দিন মানবেতর জীবন শেষে ২৫ ফেব্রুয়ারি দারোয়ানের সহযোগিতায় চোরাই পথে বেনাপোল হয়ে দেশে ফিরে আসেন ওই বধূ। মামলায় বাদী আরও উল্লেখ করেন, উজ্জল ও তার ভাই অনেক মেয়েকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে বিদেশে পাচার করে বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে।

শুভরাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহামুদুর রহমান মোল্লা জানান, বর্তমানে উজ্জল শিকদার তার বাবা-মা ও ভাইদের নিয়ে ইছামতি বাজার সংলগ্ন পাগলের মেলার পাশে পাকা বাড়ি করে বসবাস করছে। প্রতিদিন তার বাড়িতে বহিরাগত অনেক নারী-পুরুষকে আনাগোনা দেখা যায়।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন