মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের রঘুনাথপুর এলাকায় এঘটনা ঘটে।
নিহতের নাম স্বপন পাল(৫০)। তিনি সাতক্ষীরার  কলারোয়া উপজেলার শংকরকাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, স্বপন ও তার সহযোগী আব্দুল আজিজ একটি বাইসাইকেলে  কলারোয়া উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি শংকরকাটি যাচ্ছিলেন। পতিমধ্যে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের রঘুনাথপুর এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এর একটি গাড়ি তাদরকে চাপা দেয়। এতে স্বপন পাল ও আজিজ গুরুতর আহত হয়। তাদরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে স্বপন মারা যায়।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন