Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চিতলমারীতে বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে সুখরঞ্জন রায় (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের বংশধর বালার বাড়ির পিছনের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সুখরঞ্জন রায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাদারবাড়ি এলাকার বাসিন্দা। সে চিতলমারীর কৃষ্ণনগর গ্রামের বাবুল মন্ডলের বাড়িতে দিনমজুরের কাজ করত।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে সুখরঞ্জন রায় নামে ওই বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে একটি টর্চ লাইট ও কোমরে একটি মোবাইল সেট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন