উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর টুকুন শহরের রেল রোডে নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন।
শনিবারও তিনি সামান্য জ্বর ছাড়া বেশ ভালোই ছিলেন। গলাব্যথাও নেই বললেই চলে।কিন্তু রাতে তিনি ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নেন।
ঘনিষ্ঠজনদের জাহিদ হাসান টুকুন জানিয়েছেন, তার শরীরে জ্বর থেকেই যাচ্ছে, যা নিরাময় করতে না পারলে বিপদ হতে পারে। সেই কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিতে চলেছেন তিনি। রোববার সকালে তিনি অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।