মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির সদস্য ও জাসাস এর সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এখলেছার আলী বাচ্চু বাদী হয়ে বুধবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হুমায়ন কবির শুনানী শেষে পরে আদেশ দিবেন বলেন জানান।

বাদী পক্ষে আদালতে মামলাটি দাখিল করেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন