শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নার্সারি ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ীর সাথে ধাক্কা লেগে এক নার্সারি ব্যবসাীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহসড়কের শোভাশুনি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নার্সীরি ব্যবসায়ী আতিয়ার রহমান (৫৫) সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা বাংলাদেশ সেনাবাহীনির কয়েকটি গাড়ি দুপুর ২ টার দিকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহসড়কের শোভাশুনি বাজার এলাকায় বাই সাইকেলে রাস্তা পার হওয়ার সময় নার্সারি ব্যবসায়ী আতিয়ার রহমানকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত সেনাবাহীনির গাড়িতে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন