Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ছাগলের গাঁয়ে কাদামাখা নিয়ে সংঘর্ষে হত্যা মামলায় দুই নারী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শরণখোলায় ছাগলের গাঁয়ে কাদামাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক জাকির জোমাদ্ধার হত্যার মামলায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ধানসাগর গ্রামে অভিযান চালিয়ে শরণখোলা থানা পুলিশ এদের গ্রেফতার করেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে প্রতিবেশীদের সাথে সংঘর্ষে মারা যান কৃষক জাকির। ওই দিন রাতেই জাকিরের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে প্রতিবেশী মন্টু জোমাদ্দারসহ সাত জনকে অভিযুক্ত করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৩৫) এবং সেন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ মাসুমা বেগম (৪০)। এদের মধ্যে মাসুমা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। অসুস্থ্যতার কারণে শিল্পী বেগমকে পুলিশ হেফাজতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, জাকিরের স্ত্রীর করা হত্যা মামলায় এজাহারনামীয় দুইজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজনকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন