খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সাতক্ষীরায় ৩৯টি কেন্দ্রে পরীক্ষা দিবে ২১ হাজার ৭৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। করোনার কারণে পরীক্ষা পিছিয়েছে ৮ মাস। পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা শিক্ষা বিভাগ। শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

এ বছর সাতক্ষীরা জেলায় ৩৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে ২১হাজার ৭৩জন শিক্ষার্থী। এর মধ্যে এইচএসসি পরীক্ষা দিবেন ১৪হাজার ৩১১ জন। বিজনেসে ৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ৪ হাজার ৭১৩জন, ভোকেশনালে ১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১৩৯ জন, আলিমে ৭টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১হাজার ৯১০জন। সর্বমোট পরিক্ষায় বসবে ২১হাজার ৭৩জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে।

প্রসঙ্গতঃ কোভিড-১৯ মহামারির কারণে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় কমানো হয়েছে বিষয়, সময় ও নম্বর। প্রতিটি বিষয়ে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে দেড় ঘন্টা। হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!