শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় ট্রাকচাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে আলিপুর নাথপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম রাসেল (১৬)। সে সাতক্ষীরা সদর উপজেলা আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গি গ্রামের মহিদ সরদারের ছেলে।

পুলিশ জানায়, রাসেল আলীপুর হাটখোলা হতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আলীপুর নাথপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৬২০১) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কিশোর রাসেলের মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন