মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় জামানাত হারালেন কৃষ্ণনগর ইউপির নৌকার প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামানাত হারিয়েছেন সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারী। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আট জন প্রার্থীও মধ্যে ৩৮৫ ভোট পেয়ে তিনি পঞ্চম স্থানে রয়েছেন।

জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ওই ইউনিয়নের ২২ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন ভোট দেন। ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙ্গল প্রতীকে জাপার প্রার্থী সাফিয়া পারভীন পেয়েছেন ৭ হাজার ২৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি সামর্থিত (স্বতন্ত্র) জিএম রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট।

এদিকে চেয়ারম্যান পদে আটজন প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রওশান কাগুজী পেয়েছেন ৬৪৩ ভোট। আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মোল্লা ৬৩৪ ভোট, আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলি রানী অধিকারী ৩৮৫ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা প্রতীক নিয়ে শাহাজান কবীর শানু পেয়েছেন ৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশানুর রহমান অটোরিকশা প্রতীক নিয়ে ৪০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের নজরুল ইসলাম গাজী ৩৯ ভোট পেয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন