মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ঘুষ গ্রহণের অভিযোগে পাটকেলঘাটা থানার ওসি-এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ঘুষ গ্রহনের অভিযোগে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি ও একজন এস আইকে প্রত্যাহার করা হয়েছে । সোমবার রাতে দুই পুলিশ কর্মকর্তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে

জানাগেছে, গত শনিবার সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানা ধানদিয়া গ্রামের আকরাম সরদারের মেয়ে রুপা খাতুন(২৫) তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পাটকেলঘটা থানার ওসি নাজমুল হুদা ওই নারীর অভিযোগ পেয়ে তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন । ওসি নারীর অভিযোগটি থানার এসআই বুলবুল আহমেদকে তদন্তের নির্দেশ দেন । একপর্যায়ে তার কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে গৃহবধু মোবাইল ফোনে বিকাশের মাধ্যামে ১০ হাজার টাকা দেন ওসিকে। এস আই বুলবুলকেও টাকা দেয়া হয় । কিন্ত গৃহবধূর আবেদনের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নিরুপায় হয়ে গৃহবধূ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি বরাবর একটি লিখিত অভিযোগ করেন ।অভিযোগটি তদন্তের সাতক্ষীরা পুলিশ সুপার কে নির্দেশ দেয়া হয়। তদন্তে গৃহবধূর অভিযোগের সত্যতা মেলায় পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা ও এস আই বুলবুল আহমেদকে প্রত্যাহার করা হয়। তাদেরকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ডিআইজি খন্দকর গোলাম মহিউদ্দিন মুঠোফোনে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন অভিযোগ পাওয়ার পর সাতক্ষীরা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে ঘটনার প্রমান মেলে। পরে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন