সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মদনপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারী (৪৮) নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকাটি (যার নম্বর সাতক্ষীরা-ট-১১-০২২৯) পাল্টি খেয়ে পড়ে থাকলেও এর চালক ও হেলপার পালিয়েছে।
পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাইওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
খুলনা গেজেট/ এস আই