মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় ১৫শ’ দরিদ্র কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ১৫শ’ দরিদ্র কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ নেভম্বর) বেলা ১১টায় বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানে এই বীজ বিতরণ করা হয়।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ড. এস.এম মফিজুল ইসলাম।

এসময় ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ফার্ম ম্যানেজার অসীম কুমার বিশ্বাসসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আধুনিক পদ্ধতিতে কিভাবে ব্রি ধান উৎপাদন করা যায় তার কলাকৌশল নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। পরে জেলার ১৫০০ দরিদ্র কৃষকের মাঝে ব্রি-২৮, ৫০, ৬৩, ৬৭, ৮১, ৮৪, ৮৬, ৮৮ সহ বিভিন্ন জাতের বোরো ধানের বীজ সর্বনিম্ন ১০ থেকে সর্বেচ্চ ২০ কেজি করে বিতরণ করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন