মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় কনস্টেবল পদে নিয়োগ বাণিজ্য বন্ধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলায় আজ রোববার (১৪ নভেম্বর) হতে শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। বর্তমানে সারা দেশে এই নিয়োগ পরীক্ষা চলমান রয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সারা দেশে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৪ নভেম্বর শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্য দিয়ে সাতক্ষীরায় এই নিয়োগ্র প্রক্রিয়া শুরু হচ্ছে। শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী বাংলাদেশ পুলিশ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাবেন।

সূত্র আরো জানায়, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেনো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ ইতোমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো অসাধু ব্যক্তি বা চক্র যেনো এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনোরকম বাণিজ্য করতে না পারে সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কোনো অপতৎপরতা দৃষ্টিগোচর হলে জেলা পুলিশ, সাতক্ষীরাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানানো হলো।

এদিকে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জেলা পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে এ বিষয়ে এক সতর্কবার্তা দিয়ে বলেছেন, জেলায় নিয়োগ সংক্রান্তে কোন রকম আর্থিক লেনদেনে কেউ জড়িত হলে প্রার্থী ও দালাল সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একমাত্র শারীরিক ও লিখিত পরীক্ষার যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি। দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে কাউকে আর্থিক লেনদেন না করার জন্য আহবান জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন