যশোরে এক নারীর সাথে কথা বলার অভিযোগে দুই পুরুষকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তারা জখম করেই ক্ষ্যান্ত হননি পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের চাঁচড়া মোড় বিএডিসি অফিসের সামনে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এসব অভিযোগ এনে যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের প্রদীপ শাহ এর বাড়ির ভাড়াটিয়া আহত আসাদুজ্জামানের স্ত্রী সালমা আক্তার রোববার কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় সদর উপজেলার মন্ডলগাতী প্রদীপ শাহ এর বাড়ির ভাড়াটিয়া মফিজুলের জামাতা রাসেল, মফিজুলের শ্যালক রাসেদ, রাসেলের স্ত্রী মাহফুজা, হাসানের ছেলে ইসমাইল ও ইয়াছিনসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তার দেবর ওলিয়ার রহমান একই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী অনি আক্তারের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন। এ অভিযোগে ২১ আগষ্ট সকাল সাড়ে ১১ টায় ওলিয়ার রহমানকে রাসেলসহ সহযোগীরা ডেকে নিয়ে চাঁচড়া মোড় বিএডিসি অফিসের সামনে ফেলে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ওলিয়ার রহমান আহত অবস্থায় বাড়িতে এসে তার ভাই আসাদুজ্জামানকে এ কথা জানালে দুপুর সাড়ে ১২ টারদিকে আসাদুজ্জামান ঘটনাস্থলে যেয়ে মারার কারণ জানতে চায়। এসময় আসাদুজ্জামানকেও একই কায়দায় মারপিট করা হয়। একই সাথে তার কাছে থাকা মাছ বিক্রির নগদ ৮০ হাজার টাকা ও ২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামানের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খুলনা গেজেট / এমএম