সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চার গ্রাম পুলিশকে পেটানোর ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ওই মামলাটি দায়ের করেন গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ।
তিনি এজাহারে উল্লেখ করেন, উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে ১শ’৯১জন অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলছিলো। সকাল ১১টার দিকে জালালাবাদ গ্রামের মারুফ হোসেন জনির নেতৃত্বে আবু সাঈদ টিপু, সবুজ সরদার, আলমগীর হোসেন, মাশরাফি, ইকরামুল, রাসেল, সিহাব হোসেন, ইকবাল হোসেন, সাগর হোসেন দলবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে ঢুকে ত্রাস সৃষ্টি করে। এসময় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ভিজিডি চাল বিতরণের কার্যক্রম বন্ধ করে দেয়। এর পরে বিষয়টি নিয়ে পরিষদের রুমে বসে থাকা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান জানতে পেরে তাদের সাথে কথা বলতে গেলে তারা চেয়ারম্যানের উপর চড়াও হয়ে লাঞ্চিত করে। এক পর্যায়ে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা ঠেকাতে গেলে তাদের ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে নিলাফোলা জখম করে। এসময় মারুফ হোসেন জনি গ্রাম পুলিশদের পোশাক ধরে টেনে হিচড়ে ছিড়ে ফেলে। সাথে সাথে খবর পেয়ে থানায় পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় স্থানীয়রা এগিয়ে এসে আহত গ্রাম পুলিশ রানা হোসেন (২৫), এলাই বক্স (৫০), বাপ্পি মন্ডল (২৪) ও আরশাদ আলী (৫২) কে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।
এসকল বিষয় উল্লেখ করে আহত গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ বাদী হয়ে ১০ জনকে আসামী করে কলারোয়া থানায় মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/ এস আই