Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
বাড়ছে দূর্ঘটনা

খুলনা-মংলা মহাসড়কের দুর্ভোগ সাইড সোল্ডার

মোঃ আরিফ ঢালী, চুলকাঠি

খুলনা-মংলা মহাসড়কে সাইড সোল্ডার পুনঃ সংস্কার না করায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে । এদিকে যানবাহনের চাপে পড়ে ছোটবড় সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এবিষয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের হস্তক্ষেপের দাবি সংশ্লিষ্টদের।

জানা গেছে, খুলনা-মংলা মহাসড়ক একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক । এই মহাসড়ক দিয়েই মংলা বন্দরে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। জনবহুল সড়কটির অধিকাংশ স্থানে কোন সাইড সোল্ডার না থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কের কোন কোন স্থানে সাইড সোল্ডার নাই বা থাকলেও তা আগাছা দিয়ে ঢেকে গেছে। আবার যে সমস্ত স্থানে সাইড সোল্ডার আছে সেখান দিয়ে পথচারীও চলাচল করা খুব কঠিন। কিছু কিছু জায়গায় মূল সড়ক হতে সাইড সোল্ডার আধাফুট ১ফুট নিচু রয়েছে। আর নিচু থাকার কারণে একটি যানবাহন অতি দ্রুতগতিতে আসলে ছোট যানবাহন বা পথচারীদের নেমে যেতে হয় সাইড সোল্ডারে। কিন্তু সাইড সোল্ডারের এমন অবস্থার কারনে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয়।

স্থানীয়রা বলেছেন,  এই সাইড সোল্ডার পুনঃসংস্কার না করায় বিশেষ করে রাত্রিকালিন সময়ে বাইসাইকেল, মটরসাইকেল ও অন্যান্য ছোটছোট যানবাহনে চলাচল করতে হিমসিম খেতে হয়। উক্ত সড়কের কুটির বটতলা, খাজুরা, লখপুর, কাটাখালী, শ্যামবাগাত, শুকদাড়া, চুলকাঠি, ভট্টেবালিয়াঘাটা, ফয়লা, রোনসেন সহ বিভিন্ন স্থানে সাইড সোল্ডারের করুন অবস্থা।

একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কে এমন পরিস্তিতিতে যাত্রী সাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে।  এবিষয়ে অতিদ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য  সড়ক বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন