সাতক্ষীরায় র্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ১ টি পাইপ গান, ১২ বোর শর্ট গানের ৬ রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ আলিফ খান (২৩)। সে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার আলাউদ্দিন খানের ছেলে।
র্যাব সূত্র জানায়, সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর খাঁ পাড়াস্থ আলাউদ্দিন খানের বসত বাড়িতে প্রচুর পরিমানে মাদক রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার ক্যাম্পের একটি আভিযানিক দল রাত ১১টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আলাউদ্দিন খানের বসত বাড়ি থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে আলিফ খানকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই বাড়ি থেকে ২টি ওয়ান শুটার গান, ১ টি পাইপ গান, ১২ বোর শর্ট গানের ৬ রাউন্ড কার্তুজ, ২ টি লোহার তৈরী চাপাতি, ২ টি হাসুয়া ও প্লাস্টিকের হাতল যুক্ত ২ টি চাকু উদ্ধার করা হয়।
বুধবার তাকে সদর থানায় সোপার্দ করা হয়। এঘটনায় র্যাব বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই