খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

সাতক্ষীরার কালীগঞ্জে ১২ ইউপিতে ৬৮০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৭ জন, সাধারণ সদস্য পদে ৪’শ ৭৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১’শ ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (০২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে প্রার্থীরা উপজেলার পৃথক ৬ জন সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা দেন।

জানাগেছে, কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, ২নং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন, ৩ নং চাম্পাফুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য ২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন।

৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য ৩২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, ৫নং কুশলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য ৪৫ জন ও সংরক্ষিত পদে ১১ জন।

৬নং নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, ৭নং তারালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্য ৪২জন ও সংরক্ষিত পদে ৮ জন।

৮ নং ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান ৫জন, সাধারণ সদস্য ৪৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, ৯নং মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন, সাধারণ সদস্য ৪২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন।

১০ নং ধলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, ১১ নং রতনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং ১২ নং মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ৪ নভেম্বর যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১নভেম্বর। ২৮ শে নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনজু গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!