Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় করোনা শনাক্ত ১০, উপসর্গে নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।

মৃত ওই নারীর নাম শুকজান বিবি (৬৫)। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের স্ত্রী।

এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় এক পুলিশ সদস্যসহ নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৩ আগষ্ট পর্যন্ত মোট ৯৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৮ আগষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন শুকজান বিবি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টায় তিনি মারা যান।

এদিকে, ভর্তির পর দিন ১৯ আগষ্ট তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডাঃ জয়ন্ত সরকার জানান, মৃত নারীর স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। একই সাথে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে তার তার বাড়ি লকডাউন করার জন্য। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে ২৩ আগষ্ট পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন।

তিনি আরো জানান, এ জেলা থেকে মোট ৪ হাজার ৭০৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য যবিপ্রবি ও খুমেক পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৯৪৭ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৭৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন