সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উদীচীর জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধাদের সংগঠক বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।
উদীচীর জেলা শাখার নির্বাহী সদস্য মাসুদুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজন সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস সবুর বিশ্বাস, উদীচীর জেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নির্বাহী সদস্য কবি সালেহা আকতার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নিমাই মন্ডল, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখাজির্, মন্ময় মনির, জেলা শাখার দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, অর্থ সম্পাদক স্বপন কুমার মন্ডল, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ইউনুস আলী, আবুল হোসেন, সুরেন্দ্র কুমার ঘোষ, এস,এম,হাবিবুল হাসান, সাকিবুর রহমান বাবলা, কর্ণ কুমার কেডি, আজমিরা, মৌসুমি প্রমূখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশ করেন, কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জি, সুমন মুখার্জি, মো: আজিজ, কামরুল ইসলাম, পাপিয়া পাঁখি, পূজা কর্মকার।