সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযানে বাংলাদেশী টাকা ও ভারতীয় রূপিসহ এক হুন্ডি ব্যবসায়ী ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার চারাবাড়ি সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটক হুন্ডি ব্যবসায়ীর নাম মোঃ আল আমিন (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চারাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, একজন হুন্ডি ব্যবসায়ী কলারোয়া উপজেলার চারাবাড়ি সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ বাটালিয়নের আওতাধীন তলুইগাছ বিওপি’র নায়েক আহসান হাবিবের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৮১ হাজার বাংলাদেশী টাকা ও ১৬ হাজার ভারতীয় রূপি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এদিকে একই সময় পৃথক অপর এক অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারাবাড়ি সীমান্ত থেকে দুই বাংলাদেশী নারীকে গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা। গ্রেপ্তারকৃতদেরকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ বাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এনএম